প্রকাশিত: Tue, Jan 16, 2024 9:43 AM
আপডেট: Sat, Dec 6, 2025 8:14 PM

[১]প্রকাশ্যে ব্যালট পেপারে সিল: কমিশনের কাছে ক্ষমা চাইলেন ধর্মমন্ত্রী

এম এম লিংকন: [২] ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, যদিও মেজর কোনও অপরাধ করিনি, তারপরও আমি যে ভুল করেছি তা নির্বাচন কমিশন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি বিশ্বাস করি।  

[৩] তবে, এ বিষয়ে কমিশন থেকে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয় নি। 

[৪] মঙ্গলবার ( ১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে শুনানির পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

[৫] কেউ আইনের  ঊর্ধ্বে নয় উল্লেখ করে তিনি বলেন, কমিশন আমাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে, তাই আমি এখানে এসেছি। আমি আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। 

[৬] কমিশন আপনার বক্তব্যে সন্তুষ্ট কি না-এমন প্রশ্নের উত্তরে ফরিদুল হক বলেন, কমিশনের মতামত এখনও কিছু জানায় নি।

[৭] ফরিদুল হক খান ৭ জানুয়ারি ইসলামপুর উপজেলার গলাবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার নেওয়ার পর গোপন কক্ষে বা বুথে না গিয়ে প্রকাশ্যে সিল মারেন।

[৮] কিছুক্ষণের মধ্যে এটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ফরিদুল হকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে  সোমবার বেলা তিনটায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলে ইসি। সম্পাদনা:সমর চক্রবর্তী